বিষয়: ২০২৪-২০২৫ অর্থবছরে বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত অনলাইন আবেদন গ্রহণ, উপকারভোগী নির্বাচন ও ডাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।
সূত্র: সমাজসেবা অধিদপ্তর, ঢাকা এর স্মারক নম্বর ৪১.০০০০.০০০.২৭.০০৪.২২ -৬৩৫ তারিখ: ০৩ অক্টোবর ২০২৪
উপর্যুক্ত বিষয় ও সুত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৪-২০২৫ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতা কর্মসূচিতে বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তির নিকট হতে সমাজসেবা অধিদপ্তরের web based management information system (MIS) এর মাধ্যমে Disability information system (DIS) ডাটবেইজ এ সংরক্ষিত তথ্য যাচাইপূর্বক পুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণের নির্দেশনা প্রধান করা হয়েছে।
২। ১৫-১০-২০২৪ তারিখ হতে ১৪-১১-২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত mis.bhata.gov.bd/onlineApplication লিংকে অনলাইনে ডাতার আবেদন গ্রহণ করা হবে। ভাতার ভাবেদন গ্রহণের পূর্বে এ বিষয়ে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রচার প্রচারণার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে। আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না। অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত গ্রহণ করছে প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে।
৩। অনলাইন আবেদনে নগদ ইউনিটের আওতাধীন আবেদনকারীদের অবশ্যই সক্রিয় নগদ হিসাব নম্বর (মোবাইল নম্বর) প্রদান করতে হবে।
৪। পূর্বের অনলাইন আবেদন (অপেক্ষমান তালিকা যদি থাকে)/ ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের পুনরায় অনলাইন আবেদন করার প্রয়োজন নেই।
৫। অনলাইনে প্রাপ্ত আবেদন পূর্বের অনলাইনে আবেদন তালিকার (অপেক্ষমান তালিকা যদি থাকে) ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রাপ্যতা অনুযারি বরাদ্দ প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগণ ০১ জুলাই ২০২৪ খ্রি: তারিখ হতে ভাতা প্রাপ্য হবেন। বিদ্যমান নীতিমালা অনুযায়ী (অপেক্ষমান তালিকা প্রস্তুতসহ) কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
৬। এমতাবস্থায়, উপর্যুক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস