গত ১৬/০৯/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় অত্র উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরের ৩য় ও ৪র্থ কিস্তির ৪৬ জন রোগীকে জনপ্রতি এককালীন ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চেক বিতরণ করা হয়। জনাব তানভীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, চৌদ্দগ্রাম, কুমিল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মুজিবুল হক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস